এখনও যখন ঈশ্বরকে খোঁজার প্রশ্ন ওঠে,
ভাঙাচোরা বুকে প্রবল দাপটে বৈশাখী ঝড় ছোটে,
সব ছেড়ে-ছুড়ে দিয়ে আমি ছুটে যাই তোমারই কাছে।
আমি তো জানি আমার ঈশ্বর বসে আছে তোমার মাঝে!
সবাই যখন নানা উপচারে দেবীর চরণ পূজে,
আমার এ মন শুধুই তখন তোমার চরণ খোঁজে।
কর্ম সেরে ঘর্ম নিয়ে সারা দিবসের শেষে,
আমার ক্লান্তি জুড়ায় তোমার মন্দিরেতে এসে।
সকলের কাছে মানবী তুমি, আমার কাছে দেবী,
মনের মাধুরী মিশায়ে হৃদয়ে এঁকেছি তোমারই ছবি।
তাই সারাদিনমান শুধু করে যাই তোমারই বন্দনা,
তুমি যে আমার জীবন-সাধন, সকল আরাধনা!
👩👩👩👩👩👩👩👩🙏🌼💐💛👩👩👩👩👩👩👩👩