চাইলে তুমি অনেক ভালো বাসতে পারি রোজ,
চাইলে তুমি পান্তাভাতেও জমিয়ে হবে ভোজ।
চাইলে তুমি লঙ্কা-মুড়ি, পশলাখানেক বৃষ্টি,
চাইলে তুমি রাতদুপুরে করবো অনাসৃষ্টি!
চাইলে তুমি লাউ-চিংড়ির চচ্চড়িতে চিনি,
চাইলে তুমি এক পৃথিবী সুখ যে আমি কিনি।
চাইলে তুমি সকাল-বিকেল লিখবো প্রেমের কাব্য,
চাইলে তুমি মন-তটিনী আবার হবে নাব্য।
চাইলে তুমি একটা আকাশ তোমায় দেবো লিখে,
চাইলে তুমি কালির দোয়াত ঢালবো আমার মুখে।
চাইলে তুমি দেবো তোমায় রংধনুর ওই রং,
তোমার মুখে আনতে হাসি সাজতে পারি সং।
চাইলে তুমি নলেনগুড়ের স্বাদটা হবে ঝাল,
চাইলে তুমি উঠবে হেসে আমার ভাবীকাল।
চাইলে তুমি অমাবস্যার নিঝুম-নিশুত রাতে,
শ্মশানঘাটে নাচতে পারি গেছো ভূতের সাথে।
চাইলে তুমি সুরের সাধন সকাল থেকে রাত,
চাইলে তুমি লিখবে এ মন প্রেমের ধারাপাত।
চাইলে তুমি তারার মালা পরিয়ে দেবো গলে,
আকাশের চাঁদ রাখবো এনে তোমারই আঁচলে।
চাইলে তুমি বাড়িয়ে দেবো পাগলামির এই মাত্রা,
চাইলে তুমি বদলে নেবো আমার জীবনযাত্রা।
চাইলে তুমি কী না পারি চেয়েই দেখো একবার,
চাইলে তুমি বন্ধ হবেই ভণ্ডামির ওই কারবার।
চাইলে তুমি গুছিয়ে নিয়ে উদাস-পাগল মন,
ধরার বুকে গড়বো সুখে হাজার বৃন্দাবন!
💕💞💓💗💖💘💝😍🕺💑👫💏📝😘💜💙💚💛❤♥