প্রকৃতির রহস্য বোঝা বড়ো দায়
কঠোর কোমল স্বভাব দেখিতো তায় l
গ্রীষ্মেতে রাবির তেজ দারুন প্রখর
নিঃস্বাস ফেলা দায় ধূলিতে ধূসর l
বর্ষার শ্যামলিমা হেরি  চারিধার
শাখে শাখে রেষারেসি বেড়ে ওঠবার l
মায়ের আঁচল পাতা শিউলি তলায়
নির্মম জনের মন যে ভুলায় l
শরতে কমল বনে মহোৎসবের ছড়াছড়ি
জুঁই, মালতি, বেলার লতায় পাতায় জড়াজড়ি l
নীলাকাশে সাদা বক, আর কাশ ফুল
কঠোর হৃদয়ে দেয় যে দোল l
মাঠময় সোনা ধান রোদে ঝিলমিল
হাড় কাঁপুনি শীত পেটে ধরায় খিল l
ভোরের কোকিল কুজন দখিনা মলয়
নিবিড় মিলন আনন্দে প্রেমের বন্যা বয় l
আমি বুঝতে পারিনা তোমার রহস্য
কি দারুন মণলোভা তোমার এই দৃশ্য l