বৃষ্টি এলো ঝম ঝমিয়ে
      একদা বিকেল বেলা,
ভিজে গেল বর্ষাধারায়
    স্কুল ফেরত এক বালা l

ঝম ঝমিয়ে বৃষ্টি পড়া
      এরূপ হামেশা হয়,
কিশোরীটি গেল ভিজে
      সবাই তার কথা কয় l

কিসের জন্য গেল ভিজে
      নাইকো কারোর জানা,
আস্তে পথে রয় ফ্রেন্ডটি
     কথা বলেছিলো নানা l

বৃষ্টি তে ভিজে যাওয়া,
     কোনো ঘটনাই নয় l
কানাকানি হাসাহাসি,
    কিশোরীর দারুন ভয় l

তাইতো সে বেরিয়ে আসে,
            দারুন বৃষ্টির মাঝে l
লজ্জা সারাম লোক নিন্দা,
             বাঁচাতে নিজেকে l