আর কতদূরে নিয়ে যাবে মোরে
           হে সুন্দরী?
  বলো, কোন পার ভিড়িবে তোমার
          সোনার তরী
   যখনই শুধাই, ওগো বিদেশিনী,
    তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কী জানি কী আছে
          তোমার মনে।
    নীরবে দেখাও অঙ্গুলি তুলি
    অকুল সে উঠিছে আকুলি,
    দূরে পশ্চিমে ডুবিছে তপন
          গগনকোণে।
  কী আছে হোথায়-চলেছি কিসের
           অন্বেষণে?

বলো দেখি মোরে, শুধাই তোমায়
         অপরিচিতা-
  ওই যেথা জ্বলে সন্ধ্যার কুলে
        দিনের চিতা,
  ঝরিতেছে জল তরল অনল,
   গলিয়া পড়িছে অম্বরতল,
  দিকবধূ যেন ছলছল-আঁখি
         অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
   উর্মিমুখর সাগরের পার
    মেঘচুম্বিত অস্তগিরির
        চরণতলে?
তুমি হাস শুধু মুখপানে চেয়ে
      কথা না ব'লে।