"এসে মোর কাছে"
শুকতারা গাহে গান।
প্রদীপের শিখা
নিবে চ’লে গেল,
মানিল সে আহ্বান।

   (স্ফুলিঙ্গ)