বুঝি গো সন্ধার কাছে     শিখেছে সন্ধার মায়া
                 ওই আঁখিদুটি,
চাহিলে হৃদয়-পানে     মরমেতে পড়ে ছায়া,
                 তারা উঠে ফুটি।
আগে কে জানিত বল     কত কি লুকানো ছিল
                 হৃদয়নিভৃতে--
তোমার নয়ন দিয়া     আমার নিজের হিয়া
                 পাইনু দেখিতে।
কখনো গাও নি তুমি,     কেবল নীরবে রহি
                 শিখায়েছ গান--
স্বপ্নময় শান্তিময়     পূরবী রাগিণীতানে
                 বাঁধিয়াছ প্রাণ।
আকাশের পানে চাই     সেই সুরে গান গাই
                 একেলা বসিয়া।
একে একে সুরগুলি     অনন্তে হারায়ে যায়
                 আধারে পশিয়া।।