হে নারী তুমি এক অমূল্য সম্পদ....
জন্ম যখন বেদনাপূর্ণ তখন থেকেই তুমি অনেক দামি
শুধু মানুষ হিসেবে নয়, সারা জীবন জুড়ে এ তো দুঃখ, কষ্ট , বেদনা, বুদ্ধি, বিচার, আনন্দ, সব মিলে মিশে এক মানসিক জঙ্গল এ পরিনত হয়েছে,,,কিন্তু
কিন্তু তাও দেখো.....কত সুন্দর তোমার চোখ দুটো...
কত সুন্দর তোমার হাসি.... সৌন্দর্য দেখলে তো মনে হয় কোমলতার শীর্ষ অবস্থান করে,,,দুঃখ কোনোদিন ছুঁতে পারে না সেখানে...।।।
শৈশব পেরিয়ে কৈশোর.....আর তখনই মান রক্ষার পালা শুরু..
এই হিংস্র পশু দের থেকে নিজেদের রক্ষা করতে করতে... ওহ কি কষ্টের এই সমাজ !!
তুমি কি জানো মেয়ে তুমি কত বীর!?
আর এভাবেই যৌবনের অসহ্য ব্যথা নিয়ে.... নিয়ে আসে বিয়ের সময়.....অজানা এক মানুষ....সমাজের নিকৃষ্ট পনের বোঝা চাপিয়ে মায়ের কোল থেকে কিনে নিয়ে চলে যায় তোমাকে।।।।
তুমি কি জানো মেয়ে তুমি কত বীর!?
কষ্টে কষ্টে .... তিলে তিলে গোছানো সংসারে যখন আর বেদনা দিয়ে কোনো মেয়ে প্রসব হয়....'সমাজের এই নজর ... নির্লজ্জ!!
কষ্টের সীমা কি তখনও ছাড়াই নি!!!?
এবার মা হিসেবে মেয়ে কে আদর , যত্ন, ভালোবাসা, টাকা পয়সা যা লাগে তার থেকে বেশি দিয়ে মানুষ করে
যখন সেই মেয়ে তার স্বামীর সাতে তার নিজের বাড়ি তে যায়....
মায়ের কাছে কি এটা কম কষ্টের নয়..???
এত কষ্টের পর ও পৃথিবীর এই ধারায় দেখো তারা কত সুন্দর আছে....
হে নারী তুমি সত্যিই এক অমূল্য সম্পদ....❤️❤️