মন ফাগুনের আগুন ঝরা ক্লান্তির ক্ষনে ক্ষনে
কেন জানিনাকো তোমারি কথা,এতটা পড়ে মোর মনে।
হয়তো বেদনার বরষা হয়ে ঝরনাই তাই কভু
অভিমান ছিল পাহার সম,ভুলা যে হলনা তবু।
এখনো মনে সে স্মৃতির ক্ষণে,ভেসে হয়ে যাই সারা
বেহায়া এ মন মানেনা বাধন,ছোটে সে বাধন হারা।
খুজিয়া খুজিয়া কত অপরাধে , যে টুকু ছিল তার গুন
তাই যেন এ প্রেম বাড়ালো দিগুন,পুলকে নাচিল মন।
বুঝিলনা মন অপরাধ তার,খুজিলনা কোন দোষ
প্রেম কি গো প্রিয়া অন্ধ আবেগ,দুরন্ত দুসাহস ?
হলনাতো জানা প্রেম কি আজো,ক্ষনে ক্ষনে শুধু দহে
শত আপরাধ করিয়া ক্ষমা,তাহারি কথা কহে।