আমি আসবো তোমার সেদিন প্রয়োজনে
যে দিন থাকবেনা মন মগ্ন সুখের ঘোরে
কষ্ট এসে দাড়াবে তোর, শুণ্য মায়া দ্বোরে
আমি আসবো তোমার সেদিন প্রয়োজনে।
যে দিন তোমার সকল আয়োজনে
ধরবে মলিন পড়বে জরা,ভাংবে চিত্ত আপন প্রহসনে।
তবু ভয় পেওনা ভয় পেওনা সাথী
আমি বাঁচবো তোমার সেই দিনেরি লাগি।
হয়তো তখন এই আমাতে নয়
তবু আমার হয়নি যেন ক্ষয়।
সে দিন আকাশ হয়ে বাতাস হয়ে
বলবো তোমায় ডাকি
আমি বাঁচবো তোমার সেই দিনেরি লাগি।
তুমি, শুনবে আপন উদাস মনে
আমি আসবো তোমার সেদিন প্রয়োজনে।
যদি ভাবো তুমি দিচ্ছি অভিশাপ
তবে ক্ষমা করো আমায় কর মাপ।
জানি কর্ম করে ফসল ফলায় তাতে
যে বীজ বুনি ফল পাই তার হতে।
তাই আমার এই ছোট মনের কোনে
উদিছে এই কথায় ক্ষনে ক্ষনে।
আমি আসবো তোমার সেদিন প্রয়োজনে।
যে দিন তোমার সকল আয়োজনে
ধরবে মলিন পড়বে জরা,ভাংবে চিত্ত আপন প্রহসনে।