মরিবো ভাবিয়া আমাতে তুমি
আঘাত করেছো যত
সকলি শয়েছি নিরবে কেবলি
হৃদয়ে হয়েছে ক্ষত।
দেখনি রক্ত কোথায় ঝরেছে
কেমন তাহার রং
অশ্রু বিষাদের নিরবতা সে শুধু
বাহ্যিকতার সং।
প্রতিদিন ব্যথা ওৎ পেতে দহে
সে বিষম জালা, হৃদয় তা সহে
দৃর্বার তার গতি,
হাসিতেনা কভু,এ থেকে তুমি
এক চুল পেতে যদি।