জীবন ধারায় সর্ব হারা
            আমরা কেন আজ
রাজ পেঁয়াদা করবে শোষন
            কইসে মোহারাজ?

সংনাকি ঐ রাজ বেশি তাঁজ
           হোঁমরা চোঁমড়া করছে যে কাজ
কই সে রাজা দেখছে মজা
             আমরা সকল মুক্ত প্রজা
কই আমাদের ভাত ?

আজ আমাদের প্রানের দাবি
              অন্ন ক্ষুধায় বুভুক্ত জাতী
অন্যায় প্রতিবাদ ।
ছুটা ও গুটাও টুটাও জুলুম
            নয়তো মোরা করবো তুমুল
ভাঙবো তাদের দাঁত।
                  গুড়িয়ে দিবো অহমিকা
মিথ্যে হবে লাজ।


অগ্নি বারুদ দৃষ্টি মশাল
          ফুটবে বোমা করবো শশান
ক্ষিপ্ত মেশিন গান ।
অস্ত্র মোদের রক্তে মিশে
             বিদ্রোহী মন গর্জে বিষে
মানবেনা সে বাঁধ ।

সুখের  খেয়ে শখের বড়াই?
              পারবি তো আয় করবি লড়াই
দেখবি কত জোর
              এক ঘুশিতে ভাঙবে ও মুখ
দেখবি চোঁখে ঘোর ।

অত্যাচারির শক্তি যতই
                বিদ্দেষী মন শইবে কতই
আরাম পেয়ে ছালাম জানায়
                ভয় দেখিয়ে গোলাম বানায়
পেয়ে যে কার লাই

ক্ষিপ্ত জাতী আজ আমাদের
                 প্রাণের মায়া নাই ।
যায় যাবে জান,হোক মহিয়ান
                জগৎ জোড়া  স্মৃতি
থাকতে দেহে রক্ত বিন্দু
               চাইনা খেতে লাথি ।