স্বজন প্রীতির আহ্বানে
চির আপন জন,
মহাকালে মহা শক্তিতে
মহা মায়ার এ বন্ধন,
আমি তোমাদেরি সন্তান।
যারা কর্মকে বলে ভিক্ষারির নামে
অসন্মানে ছোট দান,
হানিয়া আঘাত দৃর্বার বেগে
ভেঙে করে খানখান।
ওরে কুসংস্কারের ঘোরে,
ঢেকনা আধারে নব তারুণ্যের
সৃর্যকে রাঙা ভোরে।
আমি বলি ওরে তুচ্ছ বৃহৎ
যাহোক,কর্মই সুমহান,
করনা তারে হেলা কিংবা
করনা অসন্মান।
যারা হীনতার দামে প্রতিভাকে ভাঙে
কর্ম না করে পর’দয়া মাঙে,
বলি তারে ধিক,ধিক
উত্তরে দেখ,পশ্চিমে দেখ ,
জেঁচে দেখ দশ দিক।
শির উচু করে গাহি গান,
করি সর্বান্তে অভিযান।
বসে পুজা করে অন্যকে ধরে
সে কেমন সন্মান?
আমি বলি ওরে দাঁড়া
আপনার পায়ে খাঁড়া।
যা আছে শক্তি তা করি ভক্তি
পরের বাসনা তাড়া ।
যারা বন্দি বাধার ডোরে
মিথ্যের জরা ঘোরে,
দেখতে দিবেনা অচেনা জগৎ
থাকিবে আধারে মুড়ে।
ঘরে বসে হাত গুটে,
যেটুকু এলো ঈশ্বর জপে
তাই খাও মুঠে মুঠে।
তাতে কি ক্ষুধা টুটে?
বিস্তর দেহে বিষম ক্ষুধা
প্রভুকে বলি হাত উঠে।
প্রভু বলে ওরে অধম
দিয়েছিকি তোরে কম
সকলি দিয়েছি ,সাধ্য থাকিতে
যা নিবি নেতা জুটে,
থাকিস না হাত গুটে।