কবিতাই আর লেখবো কি আজ
হারিয়ে ফেলেছি ভাষা
মানুষ হইয়া মারিছে মানুষ
হায় কি সর্বনাশা।
দংশেনা যে, বিবেক বোধ আজ
কাঁদায় না যে রক্ত
কেমনে তবে মানুষ তারা?
পশুত্বে নৃশংস ।
বর্বর ওরা পিঁচাশ পাপে
নিজের দেশে নিজের হাতে
অত্যাচারে বেঁধে,
সস্বজনের কাড়ছে যে প্রাণ
স্বার্থক, ভেবে হেসে।
কিসের মানব, দানবেরাও
ক্ষুধায় খাদ্য খায়
পশুর চেয়ে অধম যারা
তাদের বিচার চাই।
জীবন নিয়ে হলি খেলা
অশ্রু নিয়ে সং
মুসলমানের রক্ত তারা
করছে খেলার রং।
এ সব দেখেও কেমন করে
আমরা মুসলমান
হাত গুটিয়ে থাকবো বসে
হারায়ে সন্মান।
ঢাল বাঁধো আজ বক্ষে জোয়ান
তরবারি নাও হাতে
মরার আগে যুদ্ধ করো
শহীদ জীবন তাতে।
দশটা খেয়ে একটা মারো
তবেই তুমি বলতে পারো
আমরা মুসলমান,
ধর্মের তরে জীবন দিতে হইনি পিছুটান।