দুয়ারে দাড়িয়া কাঁদ কেন তুমি
ফিরে চলে যাও বাড়ি
ঐ আকাশে মেঘের ঘনঘটা
এখুনি নামিবে বারি।
মুখ ভার করে খুকি
তাতে নাই তার কোন ক্ষতি
নিস্পলক দুটি আঁখি
তাতে অজস্র মমতার যূথী।
সুধালো বাবু কাছে আসি
কি হল, মোরে বল? কাঁপো কেন থর-থর,
কে তুমি, কেন মোর দারে
এসেছো কোন অধিকারে?
কোথা যাবো ভাবি তাই,
যাইবার জায়গা যে মোর নাই
বাবার বন্ধু রহমত আলী
যদি তার দেখা পাই?
দুচোখের অশ্রু মুছিবে মালিক
সন্দেহ তাতে নাই।
চমকিত হল বাবু,
এই তো তনয়া আদরের ধন
বুকের মানিক যাদু।
যাহার জন্য শুন্য এ বুকে
দুরন্ত হাহা কার
পেয়েছি এবার জগতের কাছে
বাঁচিবার অধিকার।
মিছে কি আশায় ফেলেছিনু তারে
মিথ্যে অহংকারে,
জীবনের পথে বড়ই বেশি
প্রয়োজন শুধুই তারে।