ফিরে এসো তুমি,ফিরে এসো
আমার এই অন্তরে
আলোর প্রদীপ জ্বালিয়ে এসো
আমার আঁধার ঘরে।
তোমা হীনে হায়, আশা ও যে নেই
বাঁধিব কখনো ঘর
তবে যে আমার এতটা প্রণয়
আমারে করিবে পর।
হেসনা হেলায় সহসা বেলায়
আমারেই প্রয়োজন
ভুলেছো কেবলি ক্ষনিকের মোহে
সে শুধু প্রহসন।