বালিকা-
মাটির প্রদীপ জ্বালিয়ে রেখেছি
আসতে যদি চাও
বিষম কাঁটা পথের মাঝে
আস্তে দিও পাও।

কে যে তুমি ভুলেই বুঝি
আসলে আমার দ্বারে
খিড়কিতে মোর পা রেখেছো
কোন সে অধিকারে?

বালক-
আমি পদ্ম দিঘির জল নয়
মুখরিত কোলাহল নয়
আমি প্রেম, সহসা তোমার জন্য
আমায় একটু স্থান দাও সখি
এ জীবন করো ধন্য।

বালিকা-
নাহ্, না না তুমি এসো না।
এসো না আমার কাছে
কে তুমি বল, আমিই  না হয়
দেখতে যাবো মাঝে মাঝে?

বালক-
এ হয় না, আমি ফিরবো না আর,
কত যুগ কত বছর খুঁজে
পেয়েছি দেখা আজ,
তুমি কি আমায় তাড়িয়ে দিবে?
তবে আসবো না ফিরে আর।

বালিকা-
কিন্তু তুমি থাকবে কেন?
কি আছে আমার।
ঘাসের গালিচা পুরাণো বাসন
এছাড়া কিছু নাই।

তোমরা হরষে যা ফেল খেলায়
আমরা যে তাই খাই। শুধু তাই নয়,
এখানে স্বপ্নেরা চিরকাল সাদা কালো
রঙ্গিন ফ্রেমে এ ছবি হয়তো
লাগবেনা কারো ভালো?

বালক-
তবে তো তুমি আমরি মতন
মাখেনা যে রং করেনা যতন,
সেইতো মহা ধণী, সেই তো সহজ
সেই তো সরল, সেই তো পরম গুণী।