কোন সে কবি একে ছিল ছবি
মহান এ ভাস্কর,
চার পাশে যুথি ফুয়ারার রথি
মাঝে সুশিতল জল।
ওপারে সিন্দু সুগভির সলিলে
ক্লান্তিতে গাংচিল
স্নান্তি সেরে দিগন্তে ফেরে
কি যে রুপ অনাবিল।
দুর আরো দুর দৃষ্টি মেলিলে
সুনিপুন কারুকার্য্যে
চিত্ত হারায় তন্দ্রা ঘোরে
স্বপ্নের মহা রাজ্যে।
ওপারে বিন্দু ঘাসের ডগায়
পুষ্পের প্রসাধনে
মুখর করিয়া রাখিছে বাসর
জীবনের আয়োজনে।
সেখানে শোভায় শুভিত বৃক্ষ
হিজল জারুল শাখে
কত যে রূপসী রূপ মায়া তার
মুগ্ধের ছবি আঁকে।