আয় সকলে খেলবি যদি
লুকোচুরি খেলা
খেলার ছলে কেটে যাবে
এই বিকেলের বেলা।
কেউ লুকাবে ঝোপে ঝাড়ে
কেউ লুকাবে গাছে
পরাজীতা খুঁজবে তখন
তীক্ষ্ণ ভয়ের লাজে।
এক খেলাতে মন কি ভরে ?
খেলবো কি তাই ভাবি
কেউ বলছে বউছি আবার
কেউ-বা কানামাছি।
দুই খেলাতে কেউবা রাজি
কেউবা রাজি নয়
এমনি করে সময় গুলো
হচ্ছে অপচয়।
অনেক করে ঠিক করলাম
খেলবো নতুন খেলা
এই যা হল সন্ধ্যা এলো
চলে গেল বেলা।
কি আর করা ক্ষুব্ধ মনে
ঘরে ফেরা শেষে
চলরে সবাই পড়তে বসি
বলছে দুষ্টু হেসে।