তোমাকে হয়নি বলা
প্রনয় গলা অশ্রু যে আজ
নদীর স্রোতে বয়ে,
সাগর জলে মিলিয়ে গেছে
কত হৃদয় ক্ষয়ে।
তুমি কি চিনবে ওগো
সেই প্রনয়ী তারে ?
পাগলী বেশে আজো বসে
রাত্রী জেগে দারে।
জ্বলন্ত সেই মলিন আলো
ক্লান্ত হয়ে বলে,
এমনি করে আর কতদিন
থাকবে মোরে লয়ে?
তোমাকে হয়নি বলা
প্রনয় গলা অশ্রু আজো
র্ঝনা ধারা হয়ে,
বাঁধন ছিড়ে উপছে পড়ে
পাহাড় বেয়ে বেয়ে।
যেখানে শষ্য ফলে আপন মনে
ফুল ফোটে সেই বনে,
প্রয়োজনে মিটায় তৃষ্ণা
ক্ষুধায় অন্ন হয়ে ।
তুমি কি দেখবে ওগো
বিরহীনি তারে ?
সে যেন নিত্য কাঁদে
বিলাপ করে, একলা অভিসারে।
তোমাকে হয়নি বলা,
প্রনয় গলা অশ্রু আজো
নদীর স্রোতে বয়ে
র্নিঘুম সেই আরক্ত চোখ
কষ্টে গেছে ছেয়ে ।
তুমি কি দেখবে ওগো
নিদ্রাহীনা তাকে,
পাথর দেবী র্নিবাক যেন
অকারনে চেয়ে থাকে।