সকলি দিয়েছো চাওনা দিতে
সত্য যে অধিকার,
নিরবে যে ব্যথা শয়েছো একেলা
দাও কিছু তার ভার।
যতনে রাখিবো পরম পাওয়া
ভাবিয়া আশীর্বাদ ,
বিত্ত সুখের স্বর্গ ওগো
না পাই প্রনয়ী স্বাদ।
যাহার লাগি না করো আপন
তাহারে করোনা পর,
মানষ হীয়ায় রক্ত ক্ষরন
আসুক প্রলয়ী ঝড়।
এখানে প্রেম আর ওখানে পরস
সকলি ছাড়িয়া সঙে,
কামনা কাঙ্গাল হয়োনা কো শখা
ঝলসানো মেকি রঙে।
অনেক দিয়েছো সাধ্য যা নেই
চাইনা কো তা পেতে,
জোর করে পাওয়া, সে তো নয় কিছু
ক্ষনিকের মোহে মেতে।