ব্যর্থ হীয়া ,ক্লান্ত কাঙ্গাল
নিশি জাগা দিবা তর,
ভাব হীনা ভাষা, রুদ্ধ শতদার
ভাবনা বিলাপ, গোপনে ফেলে জল।
যারা চায়নাকো দিতে কষ্টো নিজেরে
পাতায় ছলনার বোনা জাল।
হৃদয়ের বিষে, ভালোবাসি বলে হেসে
পারে নাকো দিতে বিনিময়ে অধিকার।
একে একে শত, আশিকির ক্ষত
চুরমার করে আবর্জনার মত,
ভেঙে করে খান খান।
সার্থপর ওহে নবনন্দীনি,
পারেনা ওরা,করতে প্রেমের কদর
র্স্বাথক ভাবে করে অবিচার।
মোহিনী হাসো নির্বিচারে কেন কাঁদ ?
ভেঙ্গে ফেল হেতু বিয়োগের সেতু
উড়াও বিক্ষভি অগ্নি নিশান
সোচ্চারে ভুবনে,ছিনিয়ে আনো
তোমাদের অধিকার।