বাঁধন বেড়ি পরতে যদি
না চায় আমার মন
যতই দেনা শক্ত তারে
থাকবে কত’ক্ষণ?
বন্ধ মনের অন্ধকারে
রাখবো প্রদ্বীপ জেলে
দেরে তোরা বন্ধ আমার
বাধঁন খুলে দে-রে।
মনতো আমার শয়না শাসন,
খোজে না সে কিছু,
সব পেয়েছে পাওয়ার যা তা
মুক্ত আগে পিছু।
আকাশ পানে উড়বে পাখি
মুক্ত ডানা মেলে
দেরে তোরা বন্ধ আমার,
বাধঁন খুলে দে-রে।