দেখিলো সাধু, জ্ঞান হীন হয়ে লোকে,
সাধারণ জনে কতবার করে ঠকে।
ভাবিলো যে তাই,জ্বালাবে জ্ঞানের বাতি
বুঝলোনা লোকে ,দিবসে আনিল রাতি।
ছড়ালো কত অপবাদ অপমান,
সাধুর নামে,কুৎসা করিল গান।
বুঝিল সাধু এথা,
প্রেম নাই যেথা, সেখানে শাসন বৃথা ।
জ্ঞান হীন জনে, কে শোনে জ্ঞানের কথা ?
আপনারে লয়ে সাজালে যে আয়োজন,
হর্ষে হীয়ায় কতবার করে পণ।
সে পুলক বিষে ভাঙিবে তোমার দিশে,
বুঝিবেনা ওরা হানিবে হেলায় হেসে ।
যারা চায় শুধু কে সাজিবে কত বড়,
আছে যার বল, তাহারেই জড়ে ধর।
ভাবিবেনা ভালো ভাবিবেনা সে মানুষ,
জ্ঞানে আর গুনে রাখিতে হইবে হুস।
যেখানে কদর রহিয়াছে যার ,সেখানেই রাখ দাবি,
নয়তো অপরের করিতে কল্যাণ দুঃখই শুধু পাবি।