আমি স্বপ্ন থেকে বলিছিনা, বলছিনা কোন
লোভ কিংবা কামনা থেকে ।
তাচ্ছিল্য কিংবা রিক্ততা থেকে ও বলছি না,
আমি আমার হৃদয় থেকে বলছি-
আমি যতবার বলেছি তুমি বলেছো নাহ্,
আমি আপত্তি করিনি ,
কারন ভালোবাসতে হবে বলে ভালোবাসিনি ?
বরং ভালোবাসি বলেই ভালোবেসেছি।
যদি বল কেন ?তবে উত্তর দিতে পারবোনা
কারন আমি আসমান কে বলেছিলাম -
কেন সে জমিন কে ভালোবাসে ?
আমি চন্দ্রকে বলেছিলাম, সে কেন রাত্রিকে ভালোবাসে ?
আমি সূর্য কে বলেছিলাম, সে কেন-পৃথিবীকে ভালোবাসে ?
ওরা কেউ আমায় বলতে পারেনি ,আমিও পারছিনা ।
তাই আমি ভয় পাইনা,যেখানে চাওয়া নেই সেখানে ভয় কি ?
যদি নিজেকে নিয়ে ভয় পাও ,তবে অকারন
যত বকা দাও। আমি কিন্তু দুরেই আছি,
শুধু আমার ভালোবাসা আছে তোমার কাছে,
কাব্যের মতো, ক্লান্তির মতো, কষ্টের মতো ।
আমি অস্বীকার করতে পারছিনা বলে ভয় পেওনা
সশরীরে আসবোনা,
তোমার প্রতি আমার ভালোবাসা আমার শরীরে নেই,
ভাবনা থেকে ও সরিয়ে দিয়েছি,উন্মুক্ত বাতাসে,
বসন্তি কুকিলের গানে,কাব্য পাগল কবির কবিতায়..
তবুও আত্মাতে একাকার অজস্র মায়া আর মমতা,
বড় বেশি জানতে ইচ্ছে করে.. ?
আমি কিন্তু দুরেই আছি,শুধু আমার ভালোবাসা আছে
তোমার কাছে-শব্দের মতো,স্বপ্নের মতো ছন্দের মতো..।