মনের দোরে কড়া নড়ে
উঠলো হঠাৎ হায়,
আমার মাঝে অন্য আমি
আমার আমি নাই।
স্বপ্ন রাঙা লগ্ন যেন
উল্লাসে মন মগ্ন কেন?
কিসের আশায় আমার মাঝে
তাহার সাড়া পাই,
আমার মাঝে অন্য আমি
আমার আমি নাই ।
চঞ্চলা ক্ষন,আনমনা মন
চোখে নিশার ঘোর,
কখন এলো রাত্রি আবার
কখন হল ভোর?
তন্দ্রা ঘোরে কে এলো যে
জানতে নাহী পাই,
আমার মাঝে অন্য আমি
আমার আমি নাই..।