সকল বাঁধার দুয়ার খুলে
আঁধার ছেড়ে আলোর পথে
আমরা আছি থাকবো।
রক্তে চরণ হোক না মাঁখা
দূর্গম গিরি কাঁটায় বাঁধা
সরিয়ে দিয়ে সব বাঁধা ভয়
বিজয় ছবি আঁকবো ,
আমরা আছি থাকবো।
আয়রে তোরা তমাল তরু,
নবীন মোরা ভাঙবো মরু
উড়িয়ে দিতে স্বাধীন নিশান
এক হাতে হাত বাঁধবো।
আমরা আছি থাকবো।
হয়তো পথে কষ্টো রথে
রক্তে রাঙ্গা বজ্র ঘাতে,
থামিয়ে দিতে চলার গতি
পাথর দেয়াল গাঁথবো
আমরা আছি থাকবো ।
তাই বলে কি গুটিয়ে নিবো ,
মন মহাপন টুটিয়ে দিব?
এমন কঠিন ভীরুর ভারে
জীবন টাকে সাধবো
আমরা আছি থাকবো।
চূর্ণ করে কঠিন পাথর
ক্লান্তি ধুয়ে মনের গোঁদড়
লুফিয়ে নিতে অন্তজয়ে
আবার ফিরে আসবো,
আমরা আছি থাকবো।
আমরা যুবক নয়তো অবোধ
মহান জয়ের স্বর্ণ পদক
ছিনিয়ে নিয়ে আসবো
আমরা আছি থাকবো।
ব্যাঙ্গ করে সব পরাজয়
অবসাদের দ্বীপ নিভিয়ে
প্রনয় সুরে মাতবো
আমরা আছি থাকবো।