ভীরুতা ভাব ঝেড়ে ফেলে হও
সামনে আগুয়ান।
দূর্গম পথে বাঁধা যত আসে,
ভেঙে ফেল সব দুমড়ে মুচড়ে
সোচ্চার কন্ঠে গেয়ে যাও জয়গান।
আঠারো যখন জীবনে তোমার
কল্যাণী হয়ে ধরো বাজি জান,
র্নিভিক সৈনকি সাহসের তরী
ভাসায়ে দাও হে নওজোয়ান ।
জেগে উঠো সবে, জেগে উঠ তরুণ,
ন্যায়ের পথে করো অভিযান।
দুস্কৃতিকারী করিয়া স্নান
হোক এ ভুবন অম্লান।
রোধ কর হানা, কে করিবে মানা
ভুলে যাও তুচ্ছ অভিমান।
তোমরা এ জাতীর মাথার মনি
তোমরা বাচাবে দেশের সন্মান।