কে করেছে ছল,
চোখে কেন জল?
কেন এত ভাব,
আড়ি পেতে থাক?
নও তুমি ভীরু, নও দুর্বল ।
মুছে ফেল হেসে,
বল ভালোবেসে।
কলুষিত করে,
ফেলনা অন্তর।
যদি না সে বোঝে
,আপনার দোষে ।
দাও তবে ফিরে ,
আপনার নীড়ে।
নিজেরে শুধাও,
তুমি যে কি চাও?
জীবনের পথে.
ঝড় যদি আসে ।
কর তারে রোধ ,
ঝেড়ে ফেলে ক্রোধ।
যদি কেউ হানে,
স্বার্থের টানে।
ভাঙো সেই ভুল,
কর নির্মুল ।
কর তার সেবা,
ভেবনা সে কেবা ।
হোক না সে যেই,
ভালোবাসা পেয়েই।
ফিরে পাবে হুস,
হইবে মানুষ ।