ওহে মূর্ছিত নারী
গচ্ছিত তোরি ভালোবাসা কেন বিষে
নেত্রে কোথায় কাজল কালিমা
কে দিয়েছে তারে মুছে ?
ওগো গেৌরবে সরষীনি
অঙ্গে কোথায় দম্ভিত পোশাক
হারিয়াছো কোথা সাজ,
ছুড়িয়া ফেলিয়া অহমিকারে
বিষাদে পরেছো তাজ ।
ওহে তীর্থ কবি,
কাব্য তোমার কবিতার শোভা
তাই সবি আকো ছবি,
আমার বিরহ ছোয়নি যে তাই
এ হিয়া অবরোধী ।
শোন সাধু,
যে কারিছে মোর ছন্দ বিনা
তারে কাড়েনিকো সাজ,
নয়নের ধারা মুচেছে কাজল
তারী দান অবশাদ ।
ওহে পরাজিতা,
প্রেমের পরসে স্পর্শিত হিয়া
খোজেনা সান সওকত,
প্রেমের মূল্য প্রেমে দিতে হয়
তুচ্ছ কুল আর জাত ।
ওহে কবি
মুছে ফেল সেই সাফেদ হিয়ার
ব্যক্তিত্বের চির ছবি,
প্রেমিকের হীয়া দমেছে সেথায়,
অর্থের দাড়ী শুন্য যেথায়,
মিথ্যে সে অভিলাস ।
হাঁ হাঁ হাঁ
হাসিলাম নারী তোমার ধারনায়
দেখেছো তুমি মিথ্যে মায়া
শিকারির ছলনায় ।
বেরিয়ে এসো ভ্রান্ত থেকে বাস্তবতার দারে
সেখানে দেখিবে প্রেমের পরস বিস্তর অধীকারে ।