প্রতিক্ষা তুমি আমার দারে
দাড়িয়া রয়েছো ঠায়
নিষ্ঠুর তুমি র্মমভেদি
তোমার কি দয়া নাই।
করেছো মোরে চঞ্চল অস্থির
রিক্ত করেছো সিক্ত করেছো
আমাকে করেছো ধীর ।
প্রতিক্ষা যেন বিষাদে বিধন হানে
জন্মকে দোসে ব্যাথাতুর অভিমানে
বলনা তুমি কি এমনি করেই রবে
র্নিদয় তোমার অবশান কবে হবে ?