রাত্রী জাগিয়া হরসে হেলায়
প্রভাতি ঘুমের ঘোরে
অলসতা যারে বিভর করিবে
অভাব আসিবে দোরে ।
সাড়া নাই ঘরে এমন ও প্রহরে
অসান্তি অস্তির
নিরবে ঢুকিবে বাধা না পেয়ে
যেন সে মহাবীর ।
প্রভাতির হাওয়া বিধাতার দেওয়া
পরম অশ্বিবাদে
রুগ্ন ক্লান্তি দুরে সরে দেয়
সুস্থ্য সজীব হাসে ।
উদিত সূর্য ছড়ায় যে হাসি
লয়না মেখে যে গায়
সেই তো অভাগা জোটেনা যেতার
বিধাতার কৃপা হায়।
স্নিগ্ধ সকাল শিশির শোভায়
সলাজ বধুর লাজে
ঘোমটা খুলিয়া সারা দিনমান
আপনার রংয়ে সাজে।