খাদ্য ক্ষুধা প্রানের সুধাকে
আঘাত হানিয়া কহে
আমার আগে তোমার কামনা
কেমনে পুর্ণ হয়।
তিলতিল করে গড়েছি যারে
গড়েছি এতটা দিন
অলখে আসিয়া কেমনে
চায় তা ঘিন তোমারে ঘিন।
প্রান সুধা কহে আমারে ছাড়া
একা তো জীবন নয়
বাচিলে জীবন দেখিবে মোরে
দেখিবে কেমনে দহে।