আমি বাঙ্গালী,আমি স্বাধীন।
আমি লাল-সবুজে রঙ্গীন।
আমি বীর,আমি আস্তিক।
আমি যুদ্ধে জয়ী এক সৈনিক।
আমি কৃষক,আমি শ্রমিক।
আমি উন্নতির এক পথিক।
আমি প্রকৌশলী,আমি চিকিৎসক।
আমি প্রানীকুলের এক সেবক।
আমি ধর্মভীরু,আমি ঈমানদার।
আমি বাতিলের বিরুদ্বে চিরকালের এক হুঙ্কার।