. এই পথ,
অতি দুর্গম । কেননা এই পথ-
দুস্তর পারাবার, অতি কণ্টকময়!
চলার পথে আসবে বাঁধা,আসবে অনেক ভয়;
এ পথ যে সুখের নয়, কেবলই যাতনাময়
দুঃসাহসীরাই শুধু করিতে পারে জয় ।
সাহস ধরিয়া বক্ষে এ পথ চলিতে হয়-
এ পথ ভীরু-ভীতু, কাপুরুষের জন্য নয়!
কর দৃপ্ত শপথ! পৌছাতে হবে মোর লক্ষ্যে;
বীরের বেশে- সাহস ধরিয়া আমার বক্ষে ।
এ পথে আছে অনেক হিংস্র শ্বাপদ
পদে পদে পাইবে আঘাত, আসবে অনেক বিপদ;
যারা হইয়াছে অনেক বড় বীড় পালোয়ান-
তাদের পদাংক অনুসরণে অগ্রে হও ধাবমান ।
চলার পথে অতীতের ডাকে যেই ফিরে তাকাবে
সে তো ভীরু-কাপুরুষ! সেই তো পথভ্রষ্ট হবে;
পারবেনা তো পৌছাতে সে আপন ঠিকানায়
থাকবে পরে আদিম যুগে, এ সভ্যতা ওর জন্য নয়।
জীবন যুদ্ধে হেরে যারা বসে আছো চুপটি করে
এই কবিতা লিখছি আজি আমি তাদেরই তরে,
‘ইচছা থাকিলে উপায় হয়’- এটা কি তোমার জানা নাই!
একবার না হয় বারবার দেখ, একদিন হবেই তোমার জয় ।
রাত যতই গভীর হয় প্রভাত কিন্তু ততই নিকটে আসে,
যত ব্যার্থই হওনা কেনো, সফলতা আছে তারই পিছে ।