আমি তাদের কথা বলছি
যারা দিন আনে দিন খায়,
কুলি মজুর কিষাণ শ্রমিক
সারাদিন খেঁটে করে আহার্য সঞ্চয় ।
ঠাঁ ঠাঁ পরা রোদ- কখনও বর্ষা বাদল
মাথায় নিয়ে পরের বোঝা
পেরোয় কত স্থল আর জল
সব পথ করে নিয়ে সোজা ।
তাদের কেউ দেয় না সম্মান
দেখিনু সেদিন রেলগেটে-
কুলি বলে এক সাহেব করিযা আহ্বান
নিজের বোঁচকা দিল তার মাথায় এটে ।
দীর্ঘপথ পায়ে হেঁটে দিতে হবে পাড়ি
সাহেব বাবু আগে হাঁটে কুলি পিছে চলে
এইতো সামনে একটু পরেই আমার বাড়ি
বাবু মশাই মুখে শুধু একথাই বলে ।
এত কষ্ট-পরিশ্রম, সহে কত যাতনা
ঠাঁ ঠাঁ রোদে বহে শরীরের ঘাম
কুলি বলে সবাই তারে- করে ঘৃণা ;
তবুও তারা পায়না ন্যায্য দাম ।
চোঁখ ফেঁটে আসে জল
দেখে ওদের পরিণতি
এটাই কি সভ্যতা- স্বাধীনতার ফল ?
গরীবরাই কষ্ট করবে শুধু দিনরাতি ।
হে মানুষ! তুই নাকি সভ্য বড়-
সভ্যতারই বড়াই করিস ?
আওরাস বুলি মুখে বড় বড়
আবার গরীবের পেঁটেই লাঁথি মারিস ।
হায়রে! সভ্য দেশ,
তোমার বুকেতে ঘুরিয়া আজ জালিমেরা আছে বেশ!