ঘুম থেকে জেগে উঠে দেখিনু সকালে
শিমুলের ডাল ভরে গেছে লালে লালে
কোকিলের কণ্ঠে শুনি কুহুকুহু গান
চারিধারে মাঠে মাঠে পাকিতেছে ধান
বাতাসে ভাসিছে যেন কিসের ঘ্রাণ
আইচাই করে তাই আমার এ প্রাণ ।
মুকুলে ভরিয়াছে সব আম্রকানন
ফুলে ফুলে ভরে গেছে মহাফুুলবন
চারিদিকে ফুলে ফুলে সাজায়ে বাসর
মৌমাছি দেখি সেথা জমাইছে আসর ;
আজিকে ফাগুন বুঝি এসেছে ধরায়
-কে যেন বলিল তাকে নিবেনা বরায় ?
বরাতে তো হবেই কিন্তু আমি কি করি,
গাছ যেন সব ফুল নিয়ে গেছে কাড়ি ।
রিক্তশূন্য হস্ত মোর নেই কিছু কাছে
বরণ ডালায় শূন্যতা, সব ঐ গাছে ।