সেইদিন তোমরা কেউ স্তব্ধ হবে নাকো জানি
এই সাগরের ঢেউ আকাশের নিচে
সেদিনও যাইবে বয়ে ;
সোনার ‘সময়’ পৃথিবীতে কার জন্য থাকে থেমে ।
একদিন আমি চলে যাবো বলে
কবিতার সুর কি থমকে দাড়াবে কোনও কালে ?
তাহা কি পড়ে রবে ;
কবিরা কি বসে রবে, তারা কি রচেবেনা-
কবিতা ? তাদের দেশের তরে
‘নতুন কবিতা-সুন্দর কবিতা’ রচিবে দেশের প্রেমে ;
সোনার ‘সময়’ পৃথিবীতে কার জন্য থাকে থেমে ।
আমি মারা যাবো বলে
কোকিল কি গাইবেনা বসন্তে শিমুলের ডালে ?
বসন্ত কি আসিবেনা ঋতুর রাজন নিয়ে ;
ফুলে ফুলে ভরিবেনা কি শাখ,
ঝর্না কি নামবে না পাহাড় থেকে-
নদী হয়ে ছুটবেনা কি সাগর পানে ?
আমি চলে যাবো বলে
সূর্য কি উঠিবেনা ভোরে ?
আলোতে কি ভাসিবে রাতের বসুন্ধরা ;
জাগবেনা কি বনভূমির সিথানে চাঁদ,
গাইবেনা কি মা ঘুম পাড়ানি গান-
যে গানের সুরে শিশুরা পরবে ঢলে ঘুমে ;
সোনার ‘সময়’ পৃথিবীতে কার জন্য থাকে থেমে ।
একদিন আমি চলে যাবো বলে
জলের মাছ থাকবেনা কি জলে ?
উঠিবে কি ডাঙ্গায়,
ফলবেনা কি আর সোনার ফসল-
ভিজবেনা মাঠ কৃষকেরই ঘামে ;
সোনার ‘সময়’ পৃথিবীতে কার জন্য থাকে থেমে ।
আমি চলে গেলেও
সবকিছু চলবে আগেরই মতো ;
শিল্পী আঁকিবে সুন্দর ছবি,
কবিতাও লিখবে কবি
সোনার ফসল ফলবে মাঠে
উঠিবে সব গোলা ভরে-
মায়ের শুনানো ঘুম পাড়ানি গানে,
শিশুরা সবাই পড়ে যাবে ঘুমে -
আমার জন্য সময় কভূ থাকবেনাকো থেমে ;
সোনার ‘সময়’ পৃথিবীতে কার জন্য থাকে থেমে ।
মহৎ কাজ করিবে সবাই
থাকবে স্মরনীয় হয়ে
চারিদিক থাকিবে শান্ত ভিজে গন্ধ;
খেয়া নৌকাগুলো লাগিবে চরের খুব কাছে
পৃথিবীতে এসব গল্পই বেঁচে রবে চিরকাল,
হিরোশিমা - নাগাসাকি পুরে আজ যেমন ভস্মস্তূপ ।