তোমাদের সবাইকে ছেড়ে
চলে যাব দুরে-বহুদুরে ;
হয়তো আবার কভূও দেখা হবে ফিরে
ব্যস্ত সময়ে কোনও রাস্তার ধারে,
বলবে আমায় " রাব্বী কেমন আছো?"
ভালো আছি, তুমি কেমন আছো ?
হয়তো বলবে তুমি দিয়ে মুচকি হাঁসি-
আমিও অনেক ভালো আছি ।
দুদিনের পরিচয়ে গড়েছিনু বন্ধুত্বের বন্ধন,
হয়েছে ঠাট্টা- হাঁসি আর মান- অভিমান ;
নশ্বর এ ধরায় মোরা থাকিবনা চিরদিন
দুদিনেই কেমনে সুধি বলো বন্ধুত্বের এ ঋণ ?
অনেক কথা হয়তো বলেছি তোমার সাথে
ভুল-ভ্রান্তি কিছু যদি হয়ে থাকে তাতে,
ক্ষমা করে দিও হায় ভুল আছে যত
ক্ষমা কর- ক্ষমা করো সব নিজেরই মতো ।
আচারে- ব্যবহারে কথাতেও যদি দুঃখ পাও মনে,
ক্ষমা চাই তোমা হতে- ক্ষমা করো নিজ গুণে !
জীবনে যদি তব সাথে আর না হয় কভূ দেখা;
তোমা তরে তাই-রেখে যাই, এই লেখা ।
হয়তো এ লেখা পরবে তুমি কোনও দিন,
নিশ্চুপ! রবেনা তো আর এটা চিরদিন;
লিখিতে বসে আমার চলে আসে ক্রন্দন
কিভাবে করিব রক্ষা বলো বন্ধুত্বের এ বন্ধন ।
টুপ করে ঝরে- আঁখি মাঝারে, জমে থাকা জল;
কি মায়ায় কিসের টানে মন আমার হয় বিহব্বল ।
তোমাদের সঙ্গে যেন আজীবন- থাকিতে মন চায়
কিভাবে থাকিব বন্ধু, বল কোনও উপায়
থাকিতে পারিনা যে আর ঘরে,
বন্ধু শুধু যে, তোমাকেই মনে পড়ে ।