আজকে যেন অন্যরকম দিন
বেদনা ভারাক্রান্ত মুখটা মলিন ।
পাইলে চিত্রময়ী কোনও বাণী,
তাহা আমি কুড়াইয়া আনি ।
ঘুড়িয়া ফিরেছি আমি হেথা সেথা,
তবুও আজ পাইনিকো কোথা ।
আজকে যেন অন্যরকম দিন
সব কিছু কেমন হয়ে গেছে অচিন ।
কেন যে এমন কি করে তা হলো,
সব যেন তছনছ হয়ে গেছে এলোমেলো ।
কোথা নাই কোনও লেখনির শব্দ,
চারিধার কেমন জানি হয়ে গেছে নিস্তব্ধ ।
আজকে যেন অন্যরকম দিন
চারিধারে জমে গেছে ঋণ ।
পয়সা নয় এ যে,‘রক্তেরই দেনা’,
শুধিতে চাই তবুও হায়! শুধিতে পাইনা ।
নেই কোনও কোলাহল কোনও কলরব,
সবই কেমন হয়ে গেছে নিশ্চুপ নিরব ।
আজকে যেন অন্যরকম দিন
ভাষা শহীদদের স্মরণের দিন ।
ভাষার তরে যারা দিয়ে গেলো প্রাণ,
তাদেরকে সবাই মোরা দিবো সম্মান ।
অ আ ক খ বর্ণমালা পথে পথে ঘোরে,
শ্রদ্ধা জানায় যেন শহীদদের চরণের পরে ।
আজকে যেন অন্যরকম দিন
কবিতার বর্ণ খুঁজে পাইবার আশা ক্ষীণ ।
কেমন বিভীষিকাময় বিরহ মিলন মেলা,
এদিনেই শহীদরা সব খেলেছিলো রক্তেরই হলিখেলা ।
কার্ফিউ যেন চারিদিকে হয়ে গেছে জারি,
এসেছে বাংলায় আজ মহান একুশে ফেব্রুয়ারী ।