এই দুপুরে নাই বা গেলে,সন্ধেবেলা ফিরবে বলে
একলা দুপুর উপুর হলে রওনা কিছু ফাঁকির ছলে!

আমি না হয় চুপটি করে রই পড়ে ঐ ঘর কোনে
একলা পহর মিষ্টি মাখা এই দুপুরে নেই মনে।

দীর্ঘ অসুখ পড়ছে আমার দেখবে বলে আয় ছুটে
আমার মনে জমছে আবেগ এবার তুই নে লুটে।

একলা করে আমার বিকেল যায় ছুটে যায় অবেলায়
আমার মনের স্বপ্ন গুলো সইছে যাতন রই হেলায়!