তবুও আমি পাহাড় হবো
রাব্বি হাসান
-----------------
একদিন ভারি বৃষ্টি হলো
ভিজতে ভিজতে আমার দেহের খানিকটা নরে গেল;
তবুও আমি পাহাড় হবো

বৃষ্টি থেমে আকাশ ভর্তি সূর্য উঠলো
এতই তীব্র শরীর খানিকটা জ্বলে গেলো
তবুও আমি পাহাড় হবো

রাত আসলো চারদিকে অসুর নৃত্য
একলা শরীরে জিম ধরলো,সঙ্গিবিহীন ভয়কাতর
তবুও আমি পাহাড় হবো

উচু কোন পাহাড়;এমন পাহাড়
যাকে স্পর্শ করে ধন্য লোকালয়,
ধ্বংস হবে অসুর নৃত্য নতুন আলোয়।

অসুর আসুক,ধুসর ফুটুক;
তবুও আমি পাহাড় হবো
এমন পাহাড়,যেথায় মুক্ত মনে বইবে প্রপাত
ভুলে যাবো সকল আঘাত
তবুও আমি পাহাড় হবো,
তবুও আমি কষ্ট সইবো
তবুও আমি দুঃখ বইবো
তবুও আমি পাহাড় হবো
এমন কোন ত্যাগের পাহাড়
আমি একদিন পাহাড় হবো!