আমার সৎকার হবে তোমার স্পর্শে,
মরেও সদ্য তোমাতে সত্য জন্ম নিয়েছি!
জাতিস্মর বলতে তোমাকেই বুঝি এখন।
তুমি ধর্মের মতই যেন পবিত্র, সংবিধানের মত নির্ভুল।
গণতন্ত্রের প্রেক্ষিতে তোমায় আমার রাজতন্ত্র
আমার দেখার চোখ মহাকাশের চেয়েও কম প্রশস্ত নয়!
তুমি খুব হাসো যখন বলি তুমি অপ্সরী।
আমাদের প্রেমের প্রতিটা কাব্যাংশ গান হয়ে বাজবে একসময় বৃটিশ কাউন্সিলে,
পার্লামেন্ট কেঁপে উঠবে আমাদের কাব্য গানে।
তুমি অসূর্যস্পশ্যা প্রথম প্রেমিকা।
আমি প্রেমিক! তোমায় রচনা করি প্রত্যুষে।