সুনীলের প্রেমের কবিতায়,শামসুর রহমানের বিপ্লবী কবিতায়,
নজরুলের সাম্যবাদের কবিতা কিংবা জীবনানন্দের রূপসী বাংলার কবিতায়-
তোমাকে খুঁজেছি শতবার,শতসহস্রাধিকবার।
পাইনি!
তোমাকে পেয়েছি নিজস্ব চেতনায় কিংবা অবচেতন ভাবনায়। কল্পণায়।
রবিন্দ্র চেতনায় নয়। সুবোধ সরকারের কাব্যচেতনায় বেকারত্বের পাঠে দুঃস্বপ্নের খামখেয়ালি চেতনায় নয়
তোমাকে পেয়েছি ক্ষুধায়,তন্দ্রায় ও ক্লান্তিতে।
তোমাকে পেয়েছি সিগারেটের শেষ চুম্বনে, পেয়েছি নেশাতুর ঘোর মাতাল নেশার গ্লাসে।
কবিতার খামখেয়ালি ভাবনায় তোমাকে খুঁজতে পেয়েছি শূণ্যতা
ঘনতিমির অন্ধকারে সূর্যকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি ভোরের তির্যক পশ্চিমাকাশে লাল আভার চরম উষ্ণতায়।
আকাশে তোমাকে খুঁজি না
আকাশে তোমাকে খুঁজতে গিয়ে বুঝে যাই তুমি তারও অধীক বিশালতা গ্রাস করে জেগে থাকো আমার অস্তিত্বে,আমার চোখের মহাসমুদ্রে।