আমার ক্লান্তি ছিলো অকপটে তোমার অভিনবত্ব চাহনীতে,
চিক্কণ তব ঝঞ্ঝাট ছিলো না নিদারুণ মমত্বে।
তেঁতুল পাতায় রচিত আমার এক তরফা জীবনের রচনা।
তুমি অনন্তকাল যাপন করেছো অমৃত ক্রন্দন বন্ধনে।
আকাশের বুক ছিড়ে আজও চাতকের আর্তনাদ,
আমার হৃদয়ে আজও যেমন খড়া চিত্তদাহ বিষাদে আমার বেঁচে থাকা।
প্রাণেতার যত আক্ষেপ, বিক্ষুব্ধচিত্ত, চরণে বেঁধেছে ক্রোমানলের দীপশিখা,
হারিয়ে যায়,পালিয়ে যায় যত মিথ্যা সুখের রণাঙ্গন।
অনন্ত পৃথিবীর পথে মানবমানবীর ঐশ্বরিয়-
আকাঙ্ক্ষার পদতলে জীবন কেটেছে মৌহের।
একটা নিকেষ কালো আঁধারের অমাবস্যার সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব আলোর!
আলোর শত্রু আঁধার বন্ধুও বটে।
পুরুষত্বের আকাঙ্ক্ষায় প্রেমিকার জরায়ুভর্তি করা প্রেমিকের দল বিশুদ্ধ ভালোবাসার বদলে মৌহের শিকলে বন্ধি থেকে শরীর খোঁজে প্রেমিকার।
অমাবস্যার চরম আঁধার, সূর্যালোকের আলোর চেয়েও তীর্যক শক্তিশালি প্রেমিক আমি আজও দেখিনি!
প্রেম মৌহে মিলিয়ে যায়, পলাতক হয় প্রেম! চিরকাল প্রবঞ্চিত আত্মানুভূতি।
আমি প্রেম বিশ্বাস করি না।