ঘুম ভাঙা নির্জনে অকালপক্ব চাঁদ,
প্রাচীন দুঃখের সাথে অন্তরঙ্গতা।
এ মহলে সুখ ছিলো না!
দুঃখের মগজে চুমো খায় অর্ধমৃত আত্মা।
নির্দয় শহরে মাথা কাটা মনুষ্যত্বহীন মানুষের ভীর
মূর্খ হৃদয় জুড়ে সাঁওতালি কালো দুঃখের মেঘ।
পুরোনো খুচরো গ্লানিকর যাতনায় রোদ্দুর
হঠাৎ বয়ে যাওয়া হিমেল হাওয়ায় নির্লজ্জ দুঃখ।
রোগাক্রান্ত পাকস্থলী জুড়ে বিষাদী এ শুশ্রূষা।
পচে যায় কন্ঠ,রুদ্ধ হয় জীবনের যত লেনদেন।