তুমি আমার হাসিটারে আলো ভাবছো,
দেখো নাই ভিতরে জমে থাকা আঁধারটা।
তুমি দেখছো রঙিন আবরণ—
দেখো নাই ভেতরের ছাই হয়ে যাওয়া পাতাগুলা।

তুমি আমারে বলছো নাটকের চরিত্র,
আমি যে তোমার জন্য প্রতিদিন এক নতুন মুখ নিয়েছি—
ভালোবাসার নামে সাজতে গিয়েই,
নিজের ‘আমি’টা হারিয়ে ফেলছি।

তুমি শুনছো আমার কথা, হাসি, গল্প,
শোনো নাই নীরব কান্নার শব্দ।
তুমি দেখছো ওড়াউড়ি—
দেখো নাই প্রতিবার মাটিতে পড়ার ব্যথাটা।