ভূমিকম্প হয়েছে কতই
তোমার আমার চুমো তে,
তাণ্ডবে তার কাল রাতে আমি
কেন যে পারিনি ঘুমোতে।
কেঁপেছে শরীর তীব্র আদরে
এতটা কাঁপে নি মাটি,
তুমি হয়েছিলে কামনার নদী
যেখানে সাঁতার কাটি।
ভূমিকম্প হয়েছে দু'জনে
মাত্রা গিয়েছে ছাড়িয়ে,
বিপর্যস্ত আমার নগরী
তোমাতে গিয়েছে হারিয়ে।
শত সহস্র প্রোটিন পাচার
হয়েছে ঠোঁটের কিনারে
চুমু গুলো সব প্রভাতফেরী তে
গিয়েছে তোমার মিনারে।
কেঁপে উঠেছিল তোমার শরীর
কেঁপেছে দেহের বাঁক,
লণ্ডভণ্ড হয়েছি দু'জনেই
কামনায় পুড়ে খাক।
দুটি নিঃশ্বাস মিলে গিয়ে
যেন হয়েছিল ঝড়ো হাওয়া,
শান্ত ছিল না দেহ উপকূল
শরীরের আবহাওয়া।
ভূমিকম্প আবার হবে
তোমার আমার ভূমিতে,
তুমি মিশে যাবে আমার ভেতর
আমিও তলাবো তুমি তে।