নগ্ন করো মগ্ন করো প্রেমে
বেহায়ার মতো আটকে গেছি
বিজন জীবন ফ্রেমে।
কাছেই ক্যানো যেতে হবে;
এ কথা জানি না আজও,
চারপাশে কত মুখ দেখি
তুমি ক্যানো বুকে বাজো?
ক্যানো বাজো তানপুরা হয়ে,
ক্যানো হও ঢোল,
ক্যানো হও ললিত রাগের
শৃঙ্খল শোরগোল।
ক্যানো বাজো সেতারের তারে,
ক্যানো হও বাঁশি;
ক্যানো হও সেই প্রেম
যাকে বারবার ছেড়ে আসি।
দ্বন্দ্ব মিটবে, ছন্দ আসবে কবে;
বেহেশতেও কি তোমার সঙ্গে
এভাবে কাটাতে হবে?
তোমার জন্য শব্দ খরচে
এখনো হিসেবি নই,
এসো না দুজন নগ্ন প্রেমের
নন্দনে মিশে রই।