ধূসর দিন রঙিন হলো না আজও,
সময়ের ঘ্রাণে প্রাচীন প্রেম,
ভুল সময়ের মত।
বৃক্ষ শোভিত আলো সুষমার শেষে,
দিন গ্যালো মিছেমিছি ভালোবেসে।
হঠাৎ নিমেষে এলো হাওয়া ঝিরিঝিরি,
সে হাওয়ায় উড়ে গেলো পাতাদের সিঁড়ি।
আর প্রজাপতি ফিরে গ্যালো,
চিপসের প্যাকেটে বায়ু ভরে,
ফিরে এলো ব্যর্থ সুদিন তার কিছু।
প্রবীণ প্রেমিকারা কফিনের কাচে কিছু
কথা রেখে যেয়ে, ব্যর্থ জীবন চেয়ে
কবিরাও বেঁচে মৃত্যু।
হে শহর, কী দেবে?
প্রাপ্তির নিকটে এসে
সব কিছু শূন্য মনে হয়।